Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সের আদিবাসীদের তৈরি কাঠের বাইক। দেখতে যেমন ইউনিক তেমনই এর বিশেষত্বও অবাক করে দেবে সকলকে। এই বাইকে নেই দূষণের ভয়।

পছন্দের সিংহ, ঘোড়া বা ড্রাগন যা প্রাণে চায় সেই রূপ দিয়ে দিন কাঠের বাইককে।
এই বাইকে রয়েছে কাঠের প্যাডেল। পাহাড়ি এলাকায় আদিবাসীরা সানন্দে চালায় এই বাইক। নেই মাথায় হেলমেট, নেই কোনও কিছু।
তাদের বিশ্বাস, গাছ, পাহাড় এমনই প্রাকৃতিক বিষয়ে মধ্যে ভগবানের বসবাস৷ তাই তারা এসব কিছুকে মানে এবং শ্রদ্ধাও করে। জীবনযাত্রা কষ্টের হলেও তারা খুশি অল্পতেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



