রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩০ কেজি ওজনের বিশাল কাতলা মাছটি ৫১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) জেলার গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন আড়তে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
এর আগে সকালে জয়নাল হালদার নামের এক জেলে জালে ধরা পড়ে বিশাল আকারের এই কাতলা মাছটি।
জানা যায়, সোমবার (১৯ এপ্রিল) মধ্যরাতে কয়েকজন জেলেসহ পদ্মা নদীতে মাছ ধরতে যান জয়নাল হালদার। সকালে দৌলতদিয়া এলাকার পদ্মা ও যুমুনা নদীর মোহনায় জাল ফেললে ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের দুলালের আড়তে আনলে ডাকের মাধ্যমে সেটি কিনে নেন চান্দু মোল্লা।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলেদের কাছ থেকে প্রথমে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি কিনেন তিনি। পরে এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় সেটি বিক্রি করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।