চার বছর পর পর যখন নতুন করে ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন সমর্থকরা আশা করেন যে আর্জেন্টিনা ও ব্রাজিল একে অপরের মুখোমুখি হবে। কিন্তু প্রত্যেকবার সমর্থকদের হতাশ করে তারা একে অপরের মুখোমুখি হওয়ার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
তবে ধারণা করা হচ্ছে এবার সকল সমর্থকদের প্রত্যাশা পূরণ হবে। ১৯৯০ ফিফা বিশ্বকাপের পর যেটা সম্ভব হয়নি সেটা এবার কাতার বিশ্বকাপে সম্ভব হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে। আর্জেন্টিনা দল ইতিমধ্যে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সমর্থকরা আশা করছে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নেদারল্যান্ডকেকে হারিয়ে তারা সহজে সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে।
অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার পথে ব্রাজিল তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পাচ্ছে। আজ তারা নতুন ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এ ম্যাচ জয় করা সম্ভব হলে কোয়ার্টাল ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া অথবা জাপান।
ক্রোয়েশিয়া বা জাপান অন্য ফুটবল দলের থেকে ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হওয়াই স্বাভাবিক। সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়া অফ ফর্মে থাকা বেলজিয়ামের সাথে গোলশূন্য ড্র করেছে।
ঐ ম্যাচে ক্রোয়েশিয়া তাদের কাঙখিত ফুটবল খেলতে পারেনি। বেলজিয়াল ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইনে ভয় ধরিয়ে দিয়েছিলো৷ ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা একের পর এক ভুল করেছে।
একটু হলেই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হত ২০১৮ বিশ্বকাপের রানার আপ দলের। অন্যদিকে জাপান গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে। যদিও জার্মানি ও স্পেনকে হারিয়ে তারা বিস্ময় তৈরি করেছে।
এ ২ বাধা পার করতে পারলে ব্রাজিল সেমি-ফাইনালে চলে যাবে। অন্যদিকে কোয়ার্টাল ফাইনালে নেদারল্যান্ডকে হারাতে হবে আর্জেন্টিনাকে। তাহলে কাতার বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার স্বপ্নের ম্যাচ সবাই উপভোগ করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।