Advertisement
ইরান কাতারের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।
বাঘাই আরও জানান, এটি অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এ বছরের জুনের শেষ দিকে ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছিল। তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আজকের অভিযান হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান।
ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।