Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। নিহতের নাম হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সময় রবিবার দোহার মাতার কাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া। এ সময় পথে পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া কাতার ধর্ম মন্ত্রণালয় ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০১৪ সালে। স্ত্রী ও কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।