আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদের কাছ থেকে ‘দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে একটি লিখিত চিঠি পেয়েছেন।
রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে সৌদি আরবে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত বন্দর আল-আতিয়াহর সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজি এ চিঠি গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।