জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ থেকে নির্বাচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার আত্মজীবনী ‘সত্য যে বড় কঠিন’ প্রকাশ হয়েছে। এবারের অমর একুশে বই মেলায় এ আত্মজীবনী প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। বিভিন্ন সময়ে নিজ দলের মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারী প্রশাসনের সমালোচনা করে দেশব্যাপী আলোচনার জন্ম দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটো ভাই কাদের মির্জা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপ-নারানের কুলে’ কবিতার একটি লাইন ‘সত্য যে কঠিন’ এর অনুকরণে নিজের আত্মজীবনীর নামকরণ করেছেন কাদের মির্জা।
বইটির প্রাক কথনে তিনি লিখেছেন, ‘শিক্ষা হলো জীবন ব্যাপী প্রক্রিয়া, জীবনের শিক্ষা সিলেবাসে বন্ধি থাকে না। ’ নিজের ৪৮ বছরের রাজনৈতিক জীবনে পাওয়া শিক্ষা আর অভিজ্ঞতার কথা আত্মজীবনীতে তুলে ধরেছেন কাদের মির্জা। অবহেলিত দলীয় কর্মীদের মিথ্যা মামলার বোঝা নিয়ে মাসের পর মাস জেলের ঘানি টানা, টাকা পয়সার অভাবে ছোট্ট কন্যা শিশুর দুধ কিনতে না পারা, স্ত্রী, সন্তানদের সময় দিতে না পারা এমন নানা হাহাকারের কথা ওঠে এসেছে বইটিতে।
আত্মজীবনীতে কাদের মির্জা লিখেছেন, ‘নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু একরাম চৌধুরীর বাচ্চা ছেলের ছবি বুকে লাগিয়ে ঘুরে, এগুলো দেখলে দুঃখ লাগে লজ্জা লাগে। নির্বাচনে নমিনেশন পাওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সেক্রেটারির ছেলের তোষামোদি করতে হবে এর চেয়ে দুর্দিন কি রাজনীতিতে আসতে পারে?’
স্কুলের প্রধান শিক্ষক বাবার কথা দিয়ে বইটি শুরু করেছেন কাদের মির্জা। তাঁর পিতা বঙ্গবন্ধুর সাথে কোলকাতা ইসলামিয়া কলেজে পড়ালেখা করেছেন। বেকার হোস্টেলে পাশাপাশি কক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় হিন্দু পরিবারকে রাজাকার বাহিনীর অত্যাচার থেকে রক্ষা করেছেন। দুই ভাই মুক্তিযোদ্ধা। এর মধ্যে ওবায়দুল কাদের ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার।
আত্মজীবনীতে রাজনৈতিক প্রতিহিংসার নানা কথা তুলে ধরেছেন কাদের মির্জা। প্রথম জেলে গেছেন ১৯৮২ সালের ২৮ মার্চ এরশাদ বিরোধী আন্দোলনে। তারপর ১৯৯১ সালে বিএনপির আমলে। আত্মজীবনীতে স্বাভাবিকভাবেই এসেছে নিজ জীবনের প্রেম, বিয়ে এবং সন্তানদের কথা। বড় ভাই ওয়বাদুল কাদেরের কথায় নিজে পাত্রী না দেখেই বিয়ে করেন মির্জা কাদের।
এমনকি তাঁর স্ত্রী আখতার জাহান বকুলও তাকে দেখেননি। নানা চাড়াই উৎরাই পেরিয়ে তাদের সংসার। বারবার জেলে গেছেন। একদিনের মেয়ে ফার্সাকে হাসপতাল থেকে ঘরে আনতে পারেননি, মিথ্যা মামলায় জেলে নিয়ে গেছে পুলিশ। এসব বর্ণনাও আত্মজীবনীতে তুলে ধরেছেন কাদের মির্জা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।