জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেছেন, ‘সত্যবচন’ নয়, কাদের মির্জা মিথ্যাবচনে পারদর্শী হয়ে উঠেছেন। নির্বাচনের সময় তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এখন তিনি সবার নামে কুৎসা রটনায় ব্যস্ত আছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান বাদল আরও বলেন, কাদের মির্জা বিগত চার মাস ধরে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নোংরা রাজনীতি করে যাচ্ছেন। ভোটের সময় ভোর ৫টায় মানুষের কাছে হাজির হন কিন্তু ভোট শেষ হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এ সময় তিনি কাদের মির্জার বিরুদ্ধে বিভিন্ন স্কুলে তালা ঝুলিয়ে রেখে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগও আনেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বসুরহাট পৌরসভা এলাকায় তিন হাজার গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, জেলা পরিষদ সদস্য আকরাম উদ্দিন সবুজ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা হাসিব আহসান আলাল, সেতুমন্ত্রীর ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি নূর-এ মাওলা রাজু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।