সাজেদ ফাতেমী : লালন সাঁইজির সঙ্গে কানাডা প্রবাসী শিল্পী শহীদ খন্দকার টুকু ভাইয়ের দেখা হয়নি- এ কথা হলফ করে বলতে পারি। তবে সাঁইজি তাঁর ‘সহজ মানুষ’ গানটিতে ‘সহজ মানুষ’ শব্দ দুটো অন্তর্ভূক্ত করেছিলেন সম্ভবত টুকু ভাইয়ের মতো অনাগত কিছু মানুষের কথা ভেবে।
নিরেট ‘সহজ মানুষ’ ও ‘নিপাট ভদ্রলোক’ বলতে যা বোঝায়, টুকু ভাই ঠিক তাই। এই মানুষটি আমার জীবনে দেখা অন্যতম শ্রেষ্ঠ মানুষ। আজ ১৮ এপ্রিল তার জন্মদিন।
টুকু ভাই থাকেন কানাডার টরেন্টোতে। বড় ব্যবসায়ী, শিল্পী ও সমাজসেবক। ছায়ানট থেকে গান শেখা মানুষ। টরেন্টো ও ঢাকা- দুটো শহরেই নিজস্ব অফিসের মাধ্যমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন দুই দশকেরও বেশি সময় ধরে। ব্যবসার কাজে বছরে ৩/৪ বার দেশে আসেন। আমার সৌভাগ্য এই মানুষটির জন্য অনেক গান তৈরির সুযোগ পেয়েছি। আমার কাজ তিনি পছন্দ করেছেন। তার সঙ্গে আমার যোগসূত্র স্থাপনের কারিগর হলেন আমারই আরেক প্রিয় মানুষ, দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় কবি বন্ধুবর অনিরুদ্ধ আলম। তিনিও থাকেন টরেন্টোতে।
একজন প্রকৃত মানুষ বলতে যা বোঝায়, টুকু ভাই আমার কাছে ঠিক সেটাই। অসম্ভব প্রাণশক্তিতে ভরপুর এই মানুষটির প্রধান সম্পদ হলো সততা ও কমিটমেন্ট। তার সঙ্গে টানা পাঁচ মাস ধরে কাজ করছি। তিনি থাকেন সুদূর কানাডায়। কিন্তু ইথারে যোগাযোগ হয় প্রায় দিন। অনিরুদ্ধ ভাই, আমার সঙ্গে টুকু ভাইয়ের পরিচয় করিয়ে দিয়ে তুমি আমাকে ঋদ্ধ করেছো।
আজকের এই দিনে আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় টুকু ভাই। আপনি সুস্থ শরীরে আরও বহুদিন বাঁচুন আমাদের মাঝে। আর আপনার গান বেঁচে থাকুক অনন্তকাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।