আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে সেপ্টেম্বরে দেশটিতে বাড়ির দাম আগের মাসের তুলনায় রেকর্ড গতিতে কমেছে। মাসভিত্তিক হিসাবে বাড়ির দাম কমার হার ১৯৯৯ সালে সূচক চালু হওয়ার পর সবচেয়ে বেশি। বছরওয়ারি হিসাবেও দেশটিতে বাড়ির দাম ধীর হয়েছে। খবর রয়টার্স।
বাড়ির দাম ট্র্যাক করার টেরানেট ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল কম্পোজিট হাউজ প্রাইস ইনডেক্স অনুসারে, কানাডার প্রধান বাজারগুলোয় পুরনো বাড়ির বিক্রি গত মাসে আগস্টের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমেছে। এর মধ্যে টরন্টো, হ্যামিল্টন ও অন্টারিওতে বাড়ির দামে তীব্র পতন দেখা দিয়েছে।
প্রধান বাজারগুলোয় এ সূচক মে মাসে সর্বোচ্চের তুলনায় এখন ৭ শতাংশ, হ্যামিল্টনে ১৩ দশমিক ৫ শতাংশ এবং টরন্টোতে ১১ দশমিক ১ শতাংশ নিচে রয়েছে। দেশটিতে বাড়ির দাম এখনো গত বছরের একই সময়ের তুলনায় বেশি।যেমন গত মাসে এক বছর আগের তুলনায় বাড়ির দাম ৬ শতাংশ বেড়েছে।
যদিও এ বাড়ার গতি আগের তুলনায় ধীর হয়ে গিয়েছে। টেরানেট সূচক বাড়ির চুক্তি সম্পূর্ণ হওয়ার বিষয়টিকে ট্র্যাক করে। সুতরাং এটি বাড়ি বিক্রির তাত্ক্ষণিক তথ্যের চেয়ে কয়েক মাস পিছিয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।