
আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটের হয়ে কানাডার নৌবাহিনীর একটি হেলিকপ্টার মহড়া চলাকালীন অবস্থায় বিধ্বস্ত হয়েছে। গ্রিক একটি দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয় ক্রু সদস্য মারা গেছেন বলে জানিয়েছে কানাডার সামরিক বাহিনী। তবে তাদের মধ্যে পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারে থাকা ষষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হলেন সাব-লেফটেন্যান্ট আব্বিগালি কোব্রো। তবে সিক্রোস্কি সিএইচ-৮ সাইক্লোন নামের ওই হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ন্যাটো জোটের পক্ষে আইওনিয়ান সাগরে মোতায়েন কানাডার সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরি থেকে গত বুধবার ওই হেলিকপ্টারটি মহড়া শুরু করে। গ্রিসের পশ্চিমাঞ্চলে অর্থাৎ আইওনিয়ান সাগরে অবস্থিত কেফালোনিয়া নামক দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে সেখানে থাকা সব ক্রু সদস্য মারা যান।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ছয় সদস্যের মুত্যুতে সকল কানাডিয়ান যে শোক জানাচ্ছে আমি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের সবাই ছিলেন এক একজন নায়ক। তাদের প্রত্যেকের রেখে যাওয়া শূন্যস্থান আর কখনোই পূরণ করা যাবে না।’
কানাডা বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছ, হেলিকপ্টারে থাকা ছয় জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত বাকি পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন ক্যাপ্টেন। এছাড়া একজন ছিলেন সাব-লেফটেন্যান্ট এবং একজন মাস্টার-কর্পোরাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।