নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
তিনি ওই ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে এবং উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সৌরভ চন্দ্র কাপাসিয়া বাজার থেকে কেনাকাটা শেষে অটোরিকশা দিয়ে বরুন গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৩৮৫৫) অটোরিকশাকে ধাক্কা দিলে সৌরভ সিটকে পড়েন। এ সময় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীরা কাভার্ডভ্যানের চালক আব্দুল বাছির (২৮) ও তার সহযোগী মো. আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কাভার্ডভ্যানটি গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে সুতা বোঝাই করে কাপাসিয়া বাইপাস সড়ক দিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী
আমি নির্বাচিত হলে, জয় হবে জাহাঙ্গীরের: স্বতন্ত্র প্রার্থী বুদ্দিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।