নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী মো. নাঈম (২৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এলাকার উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।
নিহত নাঈম একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজু মিয়া ওরফে নাজুর ছেলে।
প্রতিবেশী ফেরদৌসি বেগম জানান, প্রায় দুই মাস আগে গভীর রাতে তার ছেলে সোহেল রানা (৩৫) বাড়ি ফেরার পথে নাঈম ও তার ভাই কাইয়ুম তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে একটি মামলা হয় এবং নাঈমের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সোহেল দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি বাড়ি ফেরেন।
ফেরদৌসি আরও জানান, ঘটনার দিন মঙ্গলবার দুপুরে নাঈম চাপাতি হাতে সোহেলের বাড়িতে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সোহেল ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে শতাধিক এলাকাবাসী নাঈমকে ঘেরাও করে পিটুনি দেয়, একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, নাঈম ও তার ভাই কাইয়ুম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের বিরুদ্ধে কাপাসিয়া ও আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে।
বেহাইদুয়ার গ্রামের আসাদ শেখ বলেন, “নাঈম ও কাইয়ুম বহু মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো গ্রাম।”
এ ঘটনায় নাঈমের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কারণ ঘটনার পর তারা এলাকা ছেড়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, “দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। এলাকাবাসী মিলে নাঈমকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নাঈমের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।