কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি

মাহাবুর রহমান : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে কাপাসিয়ার আন্ত:স্কুল এবং আন্ত:কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক দু’টি বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আন্ত:স্কুল পর্যায়ে উপজেলার হাইলজোর ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও বর্ণমালা স্কুল অংশ গ্রহণ করে। তাদের বির্তকের বিষয় ছিলো “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ,, এতে যুক্তিতর্কে বর্ণমালা স্কুলের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ ” টপিকের উপর যুক্তিতর্কে কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের হারিয়ে বিজয়ী হয়েছে বর্ণমালা কলেজ।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াসাসমূহের উদ্যোগে সারাদেশের স্কুল এবং কলেজ পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অপরদিকে, “সন্ত্রাস ও মাদকাশক্তি প্রতিরোধ” শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা কয়েকটি বিষয়ে শব্দ দূষণ, প্লাস্টিক পন্যের বিকল্প, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, সন্ত্রাস ও মাদক নির্মূলে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি বলে মত প্রকাশ করেন কোমলমতি শিক্ষার্থীরা।

তারা বলেন, আমরা তরুণ, আর তরুণরা চাইলে দেশকে বদলে দিতে পারে। তরুণরা একত্রিত হলে সকল অসম্ভব-ই সম্ভব। তরুণরা চাইলে অনিয়ম, দূর্নীতি, মাদক নির্মূল ও সকল অপসংস্কৃতি বদলে দিতে পারে। নতুন দেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি দেশ। যেখানে থাকবে সম্প্রীতি ও মানবতা।

আরেক শিক্ষার্থী বলেন, “আগে দেশ,পরে দল” তাহলেই সকল অনিয়ম, দূর্নীতি, মাদক, অপরাজনীতি চর্চা ও চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের সাথে সমাজের সকলের এগিয়ে আসতে হবে, তরুণদের সহযোগিতা করতে হবে। তাহলেই তরুণরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, তা বাস্তবায়ন করা সম্ভব।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে ও বি আর ডিবি কর্মকর্তা দিলারা জামান ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশন (ভূমি) নূরুল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রমিতা ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (এল জি ই ডি) মো. মাইন উদ্দীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রেজাউর রহনাম মিঠু, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত কুটির শিল্প মেলা ও পিঠা উৎসব, তারুণ্যের মেলা ২০২৫ এর উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম। এসময় সাথে আরও অনেকে ছিলেন।