নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় “পল্লি বাজার লিমিটেড” নামের একটি ভুয়া এনজিও মাত্র ২৫ দিনের মধ্যে শত শত গ্রাহকের কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছে। সঞ্চয়ের ছয় গুণ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা এই প্রতারণা করে।
কাপাসিয়া সদরের বরুণ রোডসংলগ্ন এলাকায় এনজিওটি কার্যক্রম শুরু করে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অর্জনের পর তারা সদস্যদের কাছ থেকে লাখ লাখ টাকা সঞ্চয় হিসেবে সংগ্রহ করে। তবে গতকাল বৃহস্পতিবার হঠাৎ এনজিওটির অফিসে তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, এনজিওর সব কর্মী গা ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগী আবুল হোসেন, যিনি একটি রিকশা মেরামতের গ্যারেজের মালিক, বলেন, “ঈদের কেনাকাটার জন্য ৩০ হাজার টাকা জমিয়েছিলাম। ঋণের আশায় আরও কিছু টাকা দিয়েছি। এখন সবই গেছে।” তাঁর মতো আরও অনেকেই সঞ্চয় জমা রেখে ঋণের আশায় প্রতারণার শিকার হয়েছেন।
কারীমা আক্তার নামের এক নারী জানান, তিনি প্রথমে ৫০০ টাকা দিয়ে সদস্য হন এবং পরবর্তীতে ধাপে ধাপে ১৫ হাজার টাকা জমা দেন। তাকে দেড় লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। “ঋণের টাকা পেতে ধারদেনা করে টাকা জমা দিয়েছি। এখন সব হারালাম,” বলেন তিনি।
এনজিওটির ভাড়া নেওয়া বাড়ির মালিক মো. চাঁন মিয়া জানান, তারা কোনো অগ্রিম ভাড়া না দিয়েই হঠাৎ করে তালা ঝুলিয়ে পালিয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “আমাদের অফিস থেকে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। এনজিওটির কার্যক্রম পুরোপুরি অবৈধ।”
উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলামও একই মন্তব্য করেন, এবং বলেন, “তাদের কার্যক্রম সম্পর্কে কেউ অবহিত করেনি, এমনকি কোনো সভা-সমাবেশেও তাদের দেখা যায়নি।”
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে মোগর খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রমে প্রশাসকের পরিদর্শন
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.