নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সূর্য নারায়ণপুর এলাকায় রাস্তার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৭ জুলাই) দুপুরে এলাকার শতাধিক মানুষ সমবেত হয়ে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত প্রায় ২৮০ ফুট দৈর্ঘ্যের ইটের সলিং রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তার প্রস্থ ৮ ফুট হওয়ার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে ‘কাজের বিনিময়ে টাকা (কাবিটা)’ প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকার প্রাক্কলনে এই রাস্তার নির্মাণকাজ শুরু হয়।
তবে অভিযোগ রয়েছে, নিম্নমানের ইট ব্যবহার, বালি না দেয়া এবং নির্মাণের সঠিক নিয়ম না মেনে কাজ করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ইউপি সদস্য আল-আমিন অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে নিরীহ মানুষদের ওপর মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। বর্তমানে তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, ইতিপূর্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা তুলে নিয়েছেন। অভিযোগ রয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মতামত উপেক্ষা করে বহিরাগত প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদকারীরা জানান, ইউপি সদস্য আল-আমিন এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী রানা শেখসহ অনেকে।
এ বিষয়ে রানা শেখ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোনো অনিয়ম বা ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম বলেন, “অভিযোগের বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।