নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশাংসাপত্র দেয়ার সময় পাঁচশ টাকা করে আদায় করায় এক স্কুলের প্রধান শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাপাসিয়ার কড়িহাতা উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
রায়ে একই সঙ্গে শিক্ষার্থীদের টাকা ফেরত এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেন আদালত।
ওইদিন রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কড়িহতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতিজনের নিকট থেকে প্রশাংসাপত্র দেয়ার সময় ৫০০ টাকা করে নেয়া হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা এবং এ পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে টাকা নেওয়ার অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রশংসাপত্র দিয়ে যেসব শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেয়ার এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের টাকা ফেরত এবং আর টাকা নেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন প্রধান শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।