জুমবাংলা ডেস্ক : রাঙামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে এসে বন্যহাতির পাল তাণ্ডব চালিয়েছে। এতে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) এলপিসি শাখার আওতাভুক্ত সরকারি রেস্ট হাউসটি ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (৮ জানুয়ারি) ভোরে বন্যহাতির পাল রেস্ট হাউসের ভেতর এবং আশেপাশের কয়েকটি জায়গায় আক্রমণ করে। এ ছাড়া পাশের একটি কলাবাগানে ঢুকে হাতির পালটি গাছপালা নষ্ট করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিএফআইডিসি এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতির পালটি রেস্ট হাউসে প্রবেশ করে দরজা, জানালা ও রান্নাঘরে ভাঙচুর করে। ওই সময় রেস্ট হাউসে অবস্থানরতদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অতিথিরা দৌড়ে দ্বিতীয় তলায় নিরাপদে আশ্রয় চলে আসে।
তিনি বলেন, এখন আমরা সবাই আতঙ্কে রয়েছি। আবার কখন বন্যহাতি এসে হানা দেয়, এ শঙ্কায় রয়েছি।
এদিকে বনের মধ্যে খাবার না পেয়ে হাতির দলটি লোকালয়ে এসে আক্রমণ করেছে বলে ধারণা করছে বন বিভাগ। এ বিষয়ে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ে গভীর জঙ্গলে কয়েকটি বন্যহাতি বাচ্ছা প্রসব করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তাই ধারণা করছি, জঙ্গলে খাবার সংকটে পড়ে হাতির দলটি লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। তবে বিষয়টি বন বিভাগ দেখছে বলে তিনি জানান।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।