বাইতুল্লাহ বা কাবা ঘর মুসলিমদের জন্য এক অতি পবিত্র স্থান। এই ঘরের প্রতি তাদের ভালোবাসা ও আবেগ অতুলনীয়। মুসলিমরা সব সময় চেষ্টা করেন এই পবিত্র স্থানটি সরাসরি দেখার সুযোগ পেতে। কারো যদি সৌভাগ্য হয় কাবা ঘরের সান্নিধ্যে যেতে বা নিজ চোখে দেখতে পারার, তখন তিনি রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী একটি বিশেষ দোয়া পাঠ করবেন।
এই দোয়াটি হলো:
اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালামু, ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।
অর্থ: হে আল্লাহ, তুমিই শান্তি বর্ষণকারী। তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। অতএব হে আমাদের রব, আমাদেরকে শান্তির সঙ্গে জীবিত রাখুন। (বাইহাকি ৫/৭৩)
কাবা ঘরের প্রতি এই অনন্য ভক্তি মুসলিমদের হৃদয়ে এক শান্তি ও আনন্দের অনুভূতি জাগায়। এখানে উপস্থিত হওয়া মানেই যেন ঈমান ও আবেগের এক ভিন্ন মাত্রা অনুভব করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।