কাবিলার জন্য বিনামূল্যে ব্রাজিল ম্যাচের টিকেট হাতে নিয়ে ঘুরছেন ভক্ত!

কাবিলা

বিনোদন ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। মেতেছে বাংলাদেশের আপমর জনতাও। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বিষয়টি তুলে ধরছে। পিছিয়ে নেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসও ভালোভাবেই তুলে ধরেছে ফিফা।

বিশ্বকাপ নিয়ে বরাবরই ভিন্ন রকম আয়োজন থাকে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির। নাটক থেকে শুরু করে মিউজিক ভিডিও কত কিছুই রচিত হয় এই দেশে।

বিশ্বকাপকে ঘিরে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম তৈরি করেছে ‘ব্যাচেলর’স ফুটবল’। কাজল আরেফিন অমির নাটকটি বেশ সাড়াও ফেলেছে দর্শকদের মাঝে। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট।
কাবিলা
এই নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ ওরফে জিয়াউর রহমান পলাশ। নাটকটির মাধ্যমে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা ও পরিচালক পলাশ ব্যক্তিগতভাবে একজন ব্রাজিলের সাপোর্টার। ব্যাচেলর’স ফুটবলেও তিনি ব্রাজিলের খেলোয়াড় হিসেবে অভিনয় করেছেন।

এবার জনপ্রিয় এই অভিনেতাকে সরাসরি মাঠে বসে ব্রাজিলের ম্যাচ উপভোগ করে দেয়ার ব্যবস্থা করে দিতে চান তারই এক ভক্ত। এক সাক্ষাৎকারে আশরাফুল নামের ওই ব্যক্তি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমি একজন ব্রাজিল ভক্ত। ব্রাজিলের অনেক বড় ফ্যান। ব্রাজিলের খেলা দেখতে গ্রুপ পর্বের সবগুলো টিকিটই নিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলাকে একটা টিকিট দেয়ার। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের টিকিট দেয়ার খুব ইচ্ছে।

সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ এ ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচের সময় এই কথা বলেন তিনি। আশরাফুল বলেন, কাবিলা যদি আসতো তাহলে আমি আমার টিকিটটা তাকে দিয়ে দিতাম।

ভালোবাসার মানুষকে বিনামূল্যে কিছু জিনিস দিতে হয়। শখের কারণে মানুষ অনেক কিছুই করে যুক্ত করেন কাতারে অবস্থান করা এই প্রবাসী বাংলাদেশি।

ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ!