Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়লেও কাবুল ছাড়েননি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থানের কথা জানান তিনি।
তিন মেয়েকে সঙ্গে নিয়ে ওই বার্তায় হামিদ কারজাই বলেন, আমার মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি। আমি সরকারি বাহিনী ও তালেবানদের জনগণের সুরক্ষা প্রদানের আহ্বান জানাই।
তিনি বলেন, আমি আশা করি দেশের এবং আমাদের রাজধানীর সমস্যাগুলো আমরা ভালো উপায়ে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারব।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আফগানিস্তানে ক্ষমতাচ্যুত হয় তালেবান সরকার। ওইসময় দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কারজাইয়ের পর আফগানিস্তানে প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন আশরাফ গনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।