আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানীতে একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলেছে কাবুলের পুলিশ। খবর বিবিসি।
শহরের পশ্চিমে দশে বারচি এলাকায় অবস্থিত ‘কাজ শিক্ষা কেন্দ্র ’এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন্দ্রে উপস্থিত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে অনেকেই হাজারা সংখ্যালঘু। যারা এর আগেও হামলার শিকার হয়েছিল।
বিস্ফোরণের পিছনে কোন গোষ্ঠির হাত আছে এখনো তা জানা যায়নি। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিরাপত্তা দল ঘটনাস্থলে ছিল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। আব্দুল নাফি টাকোর বলেন, “বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাব প্রমাণ করে। ”
তালেবানরা গত আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে এসেছে এবং দলটি বলছে তারা স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপ হামলা অব্যাহত রেখেছে।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।