জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলায় কামড় দেওয়া সাপ মেরে, তা নিয়ে হাসপাতালে গেছেন এক গৃহবধূ।
শনিবার দুপুরে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমান ইবনে আহাদ।
আহত গৃহবধূ মুর্শিদা বেগম (৩০) ওই গ্রামের চা দোকানি সাইফুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বজনরা জানান, দুপুরে মুর্শিদা বাড়ির পুকুরের ঘাটে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তাকে দংশন করে। তার চিৎকারে স্বামীসহ অন্যরা গিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপসহ তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক রোমান ইবনে আহাদ জানান, কামড় দেওয়া সাপটি জলডঙ্গা প্রজাতির। এটি বিষাক্ত সাপ নয়। ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কামড় দেওয়া সাপটি বিষাক্ত কিনা, তা নিশ্চিত হতে মেরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান স্বজনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।