Advertisement
জুমবাংলা ডেস্ক : কামড় দিতেই ক্রিমরোল থেকে লোহার পাইপ পাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউপির বালিথা গ্রামের নাহিদ বেকারির (কিবরিয়ার বেকারি) তৈরি ক্রিমরোলে লোহার পাইপ মিলেছে বলে জানা গেছে।
ওই গ্রামের কাজিমুদ্দিনের দোকান থেকে স্থানীয় সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি একটি ক্রিমরোল কিনে রোলে কামড় দেয়া মাত্র লোহার পাইপটি বেরিয়ে আসে।
সুলতান উদ্দিন জানান, শনিবার সকালে তিনি তার বাড়ির পাশের কাজিমুদ্দিনের দোকান থেকে একটি ক্রিমরোল কিনেন। ক্রিমরোলে কামড় দেয়া মাত্র রোলের ভেতরে লোহার পাইপ লক্ষ্য করা যায়। অল্পের জন্য আমার দাঁত রক্ষা পেয়েছে। কোন শিশুর হাতে রোলটি পরলে তার দাঁত ভাঙা সহ মুখ কেটেও যেতে পারতো। এ বিষয়ে বেকারি মালিক কিবরিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।