Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কার হাতে উঠছে এবারের অস্কার পুরষ্কার
    বিনোদন

    কার হাতে উঠছে এবারের অস্কার পুরষ্কার

    Soumo SakibMarch 1, 20255 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর) ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের মহা আসর। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটি ঘিরে উন্মাদনার শেষ নেই। কার হাতে উঠবে সেরার পুরষ্কার? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের মনে। তবে অস্কারের মুল অনুষ্ঠানের আগেই বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম পূর্বানুমান করেছে এবার কাদের হাতে উঠতে যাচ্ছে অস্কার।

     কার হাতে উঠছে এবারেরসেসব পর্যালোচনা করে ২০ বিভাগের সম্ভাব্য বিজয়ীর তালিকা করেছেন কামরুল ইসলাম।

    সেরা চলচ্চিত্র—আনোরা

    সর্বশেষ কান উৎসবে স্বর্ণপাম জিতেছে শন বেকারের কমেডি-ড্রামাটি। তবে গোল্ডেন গ্লোব কিংবা স্ক্রিন অ্যাক্টরস গিল্ড [এসএজি] পুরস্কারে সুবিধা করতে পারেনি ‘আনোরা’। তবু অস্কারে সেরা ছবি হবে এটি—এমনটাই পূর্বানুমান ভ্যারাইটি ও নিউইয়র্ক টাইমসের।

    এক যৌনকর্মী ও ধনকুবেরের পুত্রের বৈবাহিক জটিলতা নিয়ে ছবির গল্প।
    তবে ফোর্বসের অনুমানে অবশ্য এগিয়ে এডওয়ার্ড বার্গারের ‘কনক্লেভ’। শেষ পর্যন্ত বাফটা ও এসএজি জেতা ছবিটির ঝুলিতে সেরা ছবির অস্কার গেলেও অবাক হওয়ার কিছু নেই।

    সেরা পরিচালক—শন বেকার

    ‘আনোরা’র জন্য সেরা পরিচালকের পুরস্কার বগলদাবা করবেন শন বেকার—ভ্যারাইটি, নিউইয়র্ক টাইমস, ফোর্বস সবার পূর্বানুমানেই তিনি এগিয়ে।

    যদিও বাফটায় সেরা পরিচালক হয়েছেন ‘দ্য ব্রুটালিস্ট’ নির্মাতা ব্র্যাডি করবেট। তাঁর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    সেরা অভিনেতা—অড্রিয়েন ব্রডি

    ‘দ্য ব্রুটালিস্ট’-এ নিজেকে ঢেলে দিয়েছেন ব্রডি। জিতেছেন গোল্ডেন গ্লোব ও বাফটার মতো বড় পুরস্কার। তাঁর সম্ভাবনাই প্রবল।

    তবে দিন কয়েক আগে সম্ভাবনার কাতারে শামিল হয়েছেন তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে। ‘আ কমপ্লিট আননোন’-এ বব ডিলানের চরিত্র করে জিতেছেন এসএজি পুরস্কার। ফোর্বসের ধারণা, শেষ হাসিটা ২৯ বছর বয়সী এই অভিনেতার মুখেই ফুটবে। যদি পান, তবে অস্কারের ইতিহাসে তিনি হবেন ৩০ বছরের কম বয়সী দ্বিতীয় সেরা অভিনেতা। সে রেকর্ডটিও অবশ্য অড্রিয়েন ব্রডির। ২৩ বছর আগে ‘দ্য পিয়ানিস্ট’ করে ২৯ বছর বয়সে সেরা হয়েছিলেন তিনি।

    সেরা অভিনেত্রী—ডেমি মুর

    ‘দ্য সাবস্ট্যান্স’-এর সুবাদে সদ্যই এসএজি পুরস্কার জিতেছেন ৬২ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী। অস্কারে প্রথম মনোনয়ন, তাঁর দিকেই চোখ থাকবে সবার। ফোর্বস ও ভ্যারাইটির অনুমানও তা-ই। তবে নিউইয়র্ক টাইমস এগিয়ে রাখছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’ অভিনেত্রী ফার্নান্দা তোরেসকে। বাজি পাল্টে দিতে পারেন তিনিও।

    অস্কার পূর্বানুমান

    সেরা পার্শ্ব-অভিনেতা—কিয়েরন কল্কিন

    অস্কারের আগে এই বিভাগে ‘আ রিয়াল পেইন’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব, বাফটা এমনকি এসএজি পুরস্কারও পেয়েছেন আমেরিকান এই অভিনেতা। অস্কারও ভিন্ন পথে হাঁটবে না। যদি অঘটন ঘটে, পুরস্কারটি পেতে পারেন ‘দ্য ব্রুটালিস্ট’ অভিনেতা গাই পিয়ারস।

    সেরা পার্শ্ব-অভিনেত্রী—জোয়ে সালদানা

    গোল্ডেন গ্লোব, বাফটা কিংবা এসএজি সবখানেই পুরস্কৃত হয়েছেন আমেরিকান এই অভিনেত্রী। অস্কারেও তাঁর হাতে এই পুরস্কার দেখছে নিউইয়র্ক টাইমস ও ফোর্বস। ‘এমিলিয়া পেরেজ’-এ তাঁর অভিনয় সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে ভ্যারাইটির অনুমানে ‘কনক্লেভ’ অভিনেত্রী ইসাবেলা রোজলিনি হবেন সেরা পার্শ্ব-অভিনেত্রী।

    মৌলিক চিত্রনাট্য—আনোরা

    এই বিভাগ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন অনুমান। সেরা ছবির মনোনয়নে থাকায় ‘আনোরা’র সম্ভাবনা প্রবল। আবার ‘আ রিয়াল পেইন’কে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যদিও এটি সেরা ছবির মনোনয়ন পায়নি। সেরা ছবির মনোনয়ন না পেয়ে সচরাচর কোনো ছবি সেরা স্ক্রিনপ্লে জেতেনি অতীতে।

    রূপান্তরিত চিত্রনাট্য—কনক্লেভ

    ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস ‘কনক্লেভ’ অবলম্বনে একই নামে ছবি নির্মাণ করেছেন বার্গার। পোপ নির্বাচনের অন্তরালে কিছু জটিল রাজনীতি ও চক্রান্তের বিষয় উঠে এসেছে এতে। গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি—সবখানেই পুরস্কার জিতেছে এটি। অস্কারও প্রায় নিশ্চিত। তবে র‌্যামেল রসের ‘নিকেল বয়েজ’ও এই বিভাগে চমক দেখাতে পারে।

    অ-ইংরেজি ছবি—আই অ্যাম স্টিল হিয়ার

    যদিও গোল্ডেন গ্লোব ও বাফটায় বাজিমাত করেছিল ‘এমিলিয়া পেরেজ’। তবে ছবির অভিনেত্রী কারলা সোফিয়ার বিতর্কের কারণে ছবিটির অস্কার অনেকটাই ম্লান হয়ে গেছে। তাতে সম্ভাবনা জাগিয়ে তুলেছে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’। ‘এমিলিয়া পেরেজ’ জিতলেও অঘটন বলা যাবে না।

    এনিমেটেড ফিচার ছবি—ফ্লো

    গত বছর বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট ছিল ‘ইনসাইড আউট ২’-এর। সেরা এনিমেটেড ছবির পুরস্কারটিও বাগিয়ে নিতে পারে এটি। তবে সম্ভাবনার পাল্লা ঝুঁকে রয়েছে ‘ফ্লো’ ও ‘দ্য ওয়াইল্ড রোবট’ ছবি দুটির দিকে।

    সেরা গান—এল মাল

    ‘এমিলিয়া পেরেজ’-এর গান ‘এল মাল’-এর সম্ভাবনা প্রবল। এরই মধ্যে গোল্ডেন গ্লোব জিতেছে। অস্কার দৌড়েও গানটি এগিয়ে। এর পরেই আছে ‘দ্য সিক্স ট্রিপল এইট’ ছবির ‘দ্য জার্নি’ গানটির সম্ভাবনা।

    অরিজিনাল স্কোর—দ্য ব্রুটালিস্ট

    এর আগে বাফটা জিতেছে। অস্কারেও ছবিটির আবহসংগীতের জন্য পুরস্কার পেতে পারেন ড্যানিয়েল ব্লুমবার্গ। এর পরেই আছে ‘কনক্লেভ’-এর সম্ভাবনা।

    শব্দ—ড্যুন : পার্ট টু

    অন্যতম আলোচিত ছবি এটি। প্রধান বিভাগগুলোতে এর সম্ভাবনা ক্ষীণ হলেও সাউন্ডে রয়েছে এগিয়ে। এ ছাড়া বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’-এর সম্ভাবনাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

    ভিজ্যুয়াল ইফেক্টস—ড্যুন : পার্ট টু

    ব্যতিক্রমী ও নজরকাড়া দৃশ্যায়নের জন্য বিপুল প্রশংসিত ছবিটি। ফলে এই বিভাগের পুরস্কার জিতে নিতে পারে ছবিটি। কাজটি করেছেন পল ল্যাম্বার, স্টিফেন জেমস, রাইস স্যালকম্ব ও গার্ড নাফজার। এর বাইরে সম্ভাবনা রয়েছে ‘কিংডম অব দ্য প্লানেট অব দি এপস’-এর।

    সিনেমাটোগ্রাফি—দ্য ব্রুটালিস্ট

    সেরা চিত্রায়ণের জন্য বাফটা পেয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’। পূর্বানুমানেও এগিয়ে আছে ছবিটি। অঘটন না ঘটলে পুরস্কারটি উঠবে লল ক্রলের হাতে। এর পরেই থাকবে ‘ড্যুন : পার্ট টু’-এর সম্ভাবনা।

    প্রডাকশন ডিজাইন—উইকেড

    মিউজিক্যাল ফ্যান্টাসি ‘উইকেড’ নিয়ে গত বছর কম আলোচনা-সমালোচনা হয়নি। প্রডাকশন ডিজাইনে ছবিটি অস্কার জিততে পারে। আবার ‘দ্য ব্রুটালিস্ট’ও এই বিভাগের যোগ্য দাবিদার।

    সম্পাদনা—কনক্লেভ

    বাফটায় এই বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। অস্কারেও রয়েছে এগিয়ে। তবে শেষ মুহূর্তে ‘আনোরা’ও খুব একটা পিছিয়ে নেই।

    কস্টিউম ডিজাইন—উইকেড

    ফ্যান্টাসি ঘরানার গল্প। তাই ‘উইকেড’-এর কস্টিউম চোখে লাগার মতো।

    তথ্যচিত্র—পোর্সেলিন ওয়ার

    সেরা তথ্যচিত্র হতে পারে ব্রেন্ডন বেলোমোর ‘পোর্সেলিন ওয়ার’। তবে বাসেল আদ্রা, হামদান বেলাল, ইউবাল আব্রাহাম ও র‌্যাচেল জরের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সম্ভাবনাও কম নয়।

    লাইভ অ্যাকশন শর্ট—অনুজা

    হিন্দি ভাষায় স্বল্পদৈর্ঘ্য ছবিটি বানিয়েছেন অ্যাডাম জে গ্রেভস। দুই বোনের সংগ্রাম ও জীবন বদলে যাওয়ার সুযোগের গল্পের এ ছবি জিততে পারে এই পুরস্কার। সব পূর্বানুমানেই এগিয়ে ছবিটি। অন্যথায় পুরস্কারটি পাবে ‘আই অ্যাম নট আ রোবট’।

    ‘প্রাক্তন নয়, বরং সে শত্রু’, প্রথম প্রেম নিয়ে প্রভা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অস্কার উঠছে এবারের কার পুরষ্কার বিনোদন হাতে
    Related Posts
    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেটারি’ দর্শকদের মন জয় করছে, একা দেখুন!

    July 8, 2025
    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্টিক ওয়েব সিরিজ, সম্পর্কের জটিলতায় ভরপুর কাহিনি!

    July 8, 2025
    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের কৌতূহল, একা দেখুন!

    July 8, 2025
    সর্বশেষ খবর

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেটারি’ দর্শকদের মন জয় করছে, একা দেখুন!

    Ducati Multistrada

    আপনার কল্পনাকেও হার মানাবে সেরা ৯টি হাই-টেক অ্যাডভেঞ্চার বাইক!

    বিসিএস পরীক্ষা

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা : শুরু ২৪ জুলাই, পিএসসির ৪ জরুরি নির্দেশনা

    এডজাস্ট ফ্যান পরিষ্কার

    ঘরের এডজাস্ট ফ্যান পরিষ্কার করার সহজ উপায়

    সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্টিক ওয়েব সিরিজ, সম্পর্কের জটিলতায় ভরপুর কাহিনি!

    ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম : সঞ্চয়ে স্বপ্নপূরণ

    Shaturia Thana

    সাটুরিয়া থানা ঘেরাওয়ের ঘটনায় গ্রেফতার ৪

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.