কারখানার মেশিন থেকে কাপড় বের করতেই মিলল মরদেহ

কারখানার মেশিন থেকে কাপড় বের করতেই মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলার সদর উপজেলার মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় কারখানায় কাজ করার সময় ওয়াশিং মেশিনের সঙ্গে পেঁচিয়ে নয়ন মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন

কারখানার মেশিন থেকে কাপড় বের করতেই মিলল মরদেহমৃত নয়ন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।

গাজীপুর শিল্পপুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ জানান, নয়ন মিয়া রাতের শিফটে ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত তার হাত মেশিনের ভেতর চলে যায়। এরপর মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে মৃতের মা রহিমা বেগম অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়েই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া কারখানায় কোনোরকম নিরাপত্তাব্যবস্থা ছিল না।

জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সোহেল রানা জানান, নয়ন রাতের শিফটে কাজ করছিলেন। নাশতাবিরতির সময় অন্যান্যরা চলে গেলেও তিনি ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর কাজ করছিলেন। বিরতির পর অন্যান্যরা এসে তাকে খুঁজে পাননি। পরে মেশিন থেকে কাপড় বের করার সময় সহকর্মীরা তার মরদেহ দেখতে পান।

ওসি আব্দুল হালিম বলেন, ‘মৃতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুরে ৩০ ঘণ্টার অবরোধ, বিকল্প পথে চলার নির্দেশ