জুমবাংলা ডেস্ক : করোনাকালে সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশনা ছিলো কারাগার থেকে আসামি হাজির না করার। ওই নির্দেশনার পর কারাগার থেকে কোন আসামিকে আদালতে হাজির করা হয়নি। কিন্তু এর ফলে তদন্তাধীন ফৌজদারি মামলায় কারাগারে থাকা আসামির রিমান্ড আবেদনের শুনানি বন্ধ ছিলো। বাধাগ্রস্ত হচ্ছিল অনেক চাঞ্চল্যকর মামলার তদন্ত কাজ।
রবিবার সেই প্রতিবন্ধকতা দূর করল সুপ্রিম কোর্ট। এখন থেকে তদন্তাধীন মামলার আসামিকে কারাগারে রেখেই হবে রিমান্ড শুনানি। এ লক্ষ্যে ওই আসামিকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের বিচারকের সামনে হাজির করবে কারা কর্তৃপক্ষ। এজন্য রিমান্ড শুনানির আগে আদালত থেকে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সিংয়ের লিংক পাঠানো হবে। রবিবার এ বিষয়ে নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট।
করোনা ভাইরাসের সংক্রমণ হতে কারাবন্দী আসামিদের রক্ষায় তাদেরকে আদালতে হাজির না করে জামিন শুনানি করতে অধস্তন আদালতের বিচারকদেরকে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে মামলার অন্যান্য কার্যক্রম কারাবন্দী আসামির অনুপস্থিতিতে পরিচালনা করা না গেলে তা মুলতুবি রাখতে বলা হয়। গত ২০ মার্চ ওই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন সচিব, পুলিশের আইজি, সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, পুলিশ কমিশনার, আইজি প্রিজন্সসহ অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকদের বলা হয়। এই নির্দেশনার পর কোন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
কিন্তু মামলার তদন্তের স্বার্থে অনেক সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য আদালতে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট মামলার আসামিকে রিমান্ডে নিতে আবেদন দেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রিমান্ড আবেদনের শুনানির সময় সংশ্লিষ্ট মামলার আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। এটাই আইনের বিধান।
কিন্তু করোনাকালে কারাগার থেকে আসামি হাজির না করার নির্দেশনা থাকায় অনেক মামলার রিমান্ড আবেদনের শুনানি বন্ধ ছিলো। এমতাবস্থায় তদন্তাধীন মামলায় যেসব আসামি কারাগারে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে বাধাগ্রস্ত হচ্ছিল মামলার তদন্ত কাজ।
তদন্ত কাজের এই বাধা দূর করার লক্ষ্যে আসামিকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রিমান্ড শুনানির জন্য অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ফৌজদারি কোনো মামলার আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলখানায় ভার্চুয়াল কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামিকে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখে শুনানি করা সম্ভব হলে রিমান্ড শুনানি করা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত সময়োপযোগী। কারণ করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কারো পক্ষে বলা সম্ভব নয়। সেজন্য এ ধরনের নির্দেশনা চাঞ্চল্যকর ফৌজদারি মামলার তদন্তকে এগিয়ে নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।