কারিনার ছোট পুত্রের উঠে দাঁড়ানোর চেষ্টা, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

কারিনার ছোট ছেলে

বিনোদন ডেস্ক : নিজেদের মতো করে বলিউড তারকারাও সামিল হয়েছিলেন যোগ দিবসে। তবে এই যোগ দিবসে রীতিমতো চমক দেখালেন অভিনেত্রী কারিনা কাপুরের ছোট পুত্র জাহাঙ্গীর আলি খান ওরফে জে। মঙ্গলবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব যোগ দিবসে।

কারিনার ছোট ছেলে

হাত ও পা দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করে বিশ্ব যোগ দিবসের দিন সে সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। কারিনার ছোট পুত্রের চেষ্টা দেখে অবাক নেটদুনিয়া। ইনস্টাগ্রামে কারিনা কাপুর জাহাঙ্গিরের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে জে নিজের বাড়িতে যোগ দিবস উপভোগ করছে।

জাহাঙ্গিরের দায়িত্বে থাকা ন্যানিকেও তার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, জাহাঙ্গির একটি রঙীন ম্যাটে খেলা করছেন, যেখানে একাধিক পশুর ছবি ও জু লেখা রয়েছে। কারিনা পুত্রের পরনে রয়েছে সাদা রঙের টি-শার্ট ও সবুজ রঙের শর্ট।

জাহাঙ্গির দুই হাত ও দুই পা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, ক্যামেরার অন্যদিকে তাকিয়ে আছে এবং তার মুখ খোলা। কারিনা এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘‌ভারসাম্য.‌.‌.‌.‌জীবন ও যোগচর্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা সবাইকে। আমার জে বাবা।’‌

চাঁদপুর ভুট্টার বাম্পার ফলন, খুশি কৃষকরা

করিনার এই পোস্টে সাইফের বোন সাবা আলি খান মন্তব্য করেছেন ‘‌মাশাল্লা’‌। কারিনার ঘিষ্ঠ বন্ধু অমৃতা অরোরাও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘‌হাহাহা মিষ্টি’‌। অন্যদিকে কারিনার বড় বোন তথা অভিনেত্রী কারিশ্মা কাপুর লাল রঙের হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, ‘‌জে বাবা’‌।