বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন আরেক বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। তার অভিযোগ, এক সময় প্রযোজক-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারিশমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাভিনা টেন্ডন।
ভারতের সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, নয়ের দশকে বলিউডে কার্যত দাপিয়ে বেড়াতেন কারিশমা কাপুর। গোবিন্দ, সালমান খানসহ একাধিক নায়কের সঙ্গে হিট ছবি উপহার দিয়েছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়; ওইসময় একের পর এক ছবির অফার আসতো তার কাছে। তবে এর পেছনে অভিনেত্রীর প্রতিভা যতটা না ছিল, তার চেয়ে বেশি ছিল প্রযোজক-পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠতা। ওই সাক্ষাৎকারে কারিশমার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনেন রাভিনা।
তার ভাষ্য, সেই কারণেই তাকে পরপর চারটি বড় প্রজেক্ট থেকে কারিশমা বাদ দিয়েছিলেন বলেও দাবি করেন রাভিনা টেন্ডন। যদিও তার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি কারিশমা কাপুর। সম্প্রতি ‘মেন্টালহুড’ দিয়ে ফের কামব্যাক করছেন কারিশমা। শুধু তাই নয়, ‘মেন্টালহুড’ দিয়েই ওয়েব সিরিজে প্রথম পা রাখছেন কারিশমা কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।