জয়পুরহাট প্রতিনিধি: কার্পেট হয়ে গেল মঞ্চ। বসলেন মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ও আমলা। দর্শকের সঙ্গে একই উচ্চতায় বসার এরকম ঘটনা আজ ঘটেছে জয়পুরহাট জেলার কালাই উপজেলা সদরে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ প্রিয়ভুমি কালাই উপজেলা সদরে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সঙ্গে এক উচ্চতায় মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী বুদ্ধিদীপ্ত তরুন জননেতা এডভোকেট জুনাইদ আহমেদ পলক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি (অতিরিক্ত সচিব) জনাব বিকর্ণ কুমার ঘোষ, ডিসি, এসপি, নেতারা সবাই সমতলে বসেছেন।’
‘প্রজাতন্ত্রের বেতনভূক্ত প্রতিমন্ত্রী, হুইপ, অতিরিক্ত সচিবের জন্য রাজষিক মঞ্চ আর বাহারি উপহার সামগ্রীর আয়োজন ছিল না। প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের বেতনভুক্ত জনপ্রতিনিধি ও কর্মচারী সম উচ্চতায় সমতলে বসে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা প্রদান করেছেন,’ যোগ করেন তিনি।
এই ঘটনার ভূয়সী প্রশংসা করছেন অনেকেই। হুইপের দেয়া ফেসবুক স্ট্যাটাসের নিচে অনেকে মন্তব্য করে ঘটনাটিকে অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।
মাহফুজুর রহমান এহসান নামে একজন লিখেছেন, ‘অনুকরণীয় দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা-চেতনা বাস্তবায়নের মাধ্যমে এভাবেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হোক।’
মো. মোজাম্মেল হক নামে একজন পুলিশ কর্মকর্তা লিখেছেন, ‘সত্যিই বাংলাদেশের জন্য এ যেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনতার কাতারে মাননীয় মন্ত্রী হুইপ আমলা সহ সকলে। এভাবেই বিভেদের দেয়াল ভেঙে আমরা দল-মত জাতি-ধর্ম শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই মিলে জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।’
পল্লব হাসান নামে একজন লিখেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই বৈষম্যহীন সমাজ গড়ার কোন বিকল্প নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।