জুমবাংলা ডেস্ক: আগামীকাল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এদিন রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা প্রবেশ করবেন তিনি।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে এই সফর করছেন তথ্য সম্প্রচার মন্ত্রী।
আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায় যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আজ আখাউড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।