জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ফণী’র কারণে তিন দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেয়া হতে পারে। খবর ইউএনবি’র।
শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকার যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড় ফণির কারণে সারাদেশে এখনো দমকা হাওয়া অব্যাহত আছে। পরিস্থিতির উন্নতি হলে রবিবার সকাল থেকে নৌযান চলাচল শুরু করার অনুমতি দেয়া হবে।’
বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। সেই সাথে শুক্রবার বেলা ১১টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ফণি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি দুপুরের দিকে পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।