Advertisement
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,“আন্দোলন প্রত্যাহার করা হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।”
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। পরবর্তী বাজেটে এ হার ১৫ শতাংশে উন্নীত করা হবে।
এর আগে গত রোববার শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা তাতে অসন্তোষ জানিয়ে আন্দোলন চালিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।