স্পোর্টস ডেস্ক: করোনায় গেল মার্চে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে আগামীকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম ইকবাল। ক্রিস লিনের জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি।
মঙ্গলবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে সকাল ১০টা ১০ মিনিটে উড়াল দেবেন তামিম। আর এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
এর আগে করোনার কারণে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচগুলো আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।
এদিকে এবারের পিএসএলে তামিম ছাড়াও বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তার যাওয়া হচ্ছে না। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর পরিবর্তে মুলতান সুলতানসে ডাক পান মাহমুদউল্লাহ।
প্রসঙ্গত, এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।