নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় এবারই প্রথম পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
আজ এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কিছুটা দূর হলেও নতুন এলাকা হিসেবে পূর্বাচলে বাণিজ্য মেলা জমজমাট হবে। কারণ এটি ঢাকারই সম্প্রসারিত একটি এলাকা। ইতোমধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ এই এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে।’
তিনি বলেন, ‘৫১ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই মেলা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পৌঁছাতে হলে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিকল্প নেই।’
টিপু মুনশি বলেন, পূর্বাচলে এক মাস আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে। বাকি ১১ মাস বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো তাদের পণ্যের প্রসার-প্রচারে এখানে মেলার আয়োজন করতে পারবে। বছরের অন্য সময়ে এখানে যেন ছোট ছোট মেলার আয়োজন করা হয় সেজন্যে ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।
এবারের মেলায় মূল ভবনের ভেতরে বাংলাদেশ পর্যটন করপোরেশন ৫০০ আসন বিশিষ্ট একটি ক্যাফেটারিয়া পরিচালনা করবে। দুটি মা ও শিশু কেন্দ্র থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তায় সিসিটিভিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থাকবে।
ক্রেতা দর্শনার্থীদের আসা-যাওয়ার জন্য নির্ধারিত ভাড়ায় কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাসসহ কয়েকটি যাত্রীবাহী বাস সার্ভিস থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।