
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকেরও উদ্বোধন করবেন।
আজ সকালে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিয়ান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল বুধবার সকাল ১০টায় ভূমি ভবন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।’
মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর, সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এই ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। এই অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমিসংক্রান্ত সেবাদান ও সেবা গ্রহণপ্রক্রিয়া সহজ হবে।
এ ছাড়া ভূমি ভবন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বঙ্গবন্ধু কর্নার, কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১৮০ কোটি টাকা। নির্মিত ভবনটি দুটি বেইসমেন্টসহ ১৩ তলাবিশিষ্ট। মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২ হাজার ২০০ বর্গমিটার।
২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সহ দপ্তর/সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে ‘এক জায়গায় সকল সেবা’ (One Stop Service) দিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থাসমূহের জন্য ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।