স্পোর্টস ডেস্ক: বৈশ্বিক করোনাভাইরাসের কারণে প্রায় এক মাসেরও (৩৮ দিন) বেশি সময় ধরে বন্ধ রয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ। ফের কবে বল মাঠে গড়াবে, সেটিও অনিশ্চিত।
তাই অবসর সময় নষ্ট না করে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ুং-মিন। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি যোগ দিচ্ছেন বলে জানা যায়।
দক্ষিণ কোরিয়ার প্রত্যেক যুবাদের দুই বছর সেনাবাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক। এরই প্রেক্ষিতে এই সময়টায় মিলিটারী ট্রেনিংয়ের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকতে হতো সনকেও। অবশ্য সেই কঠিন নিয়মের বাইরে থাকবেন তিনি।
২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের ফুটবলের ফাইনালে জাপানের বিপক্ষে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে জয় এনে দেন সন। এজন্য পুরস্কারস্বরূপ সনের সেনাবাহিনীতে চাকরির সময়টা কমিয়ে দেওয়া হয়। এর ফলে মাত্র তিন সপ্তাহের জন্য বা ৫০০ ঘণ্টা সেনাবাহিনীর কাজে নিয়োজিত থাকলেই নিয়ম পালন করা হয়ে যাবে তার।
জানা গেছে, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সেনাবাহিনীর কর্তব্য সম্পাদনের জন্য দক্ষিণ কোরিয়ার জেহুরের দক্ষিণ দ্বীপ ম্যারিন ক্যাম্প কর্পস বুট ক্যাম্পে যোগ দেবেন সন হিয়ুং-মিন। ৮ মে পযর্ন্ত স্থায়ী হবে তার ট্রেনিং।
প্রাথমিকভাবে সন ৯ম বিগ্রেড ম্যারিন কর্পসের ট্রেনিংয়ে যোগ দেবেন। ট্রেনিংয়ের পাশাপাশি ৫৪৪ ঘণ্টা কম্যুনিটি সার্ভিস দিবেন তিনি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.