Advertisement
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসচাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন সালনা-কোনবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান।
নিহতের নাম কায়েস আহমেদ (২১)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার সুলতান আহমেদের ছেলে।
ওসি মো. জহিরুল ইসলাম খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, কায়েসসহ দুইজন মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে হরিণহাটিতে উত্তরবঙ্গের সঠিবাজারগামী এক যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় কায়েস মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কে পড়ে যান। এসময় বাসের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel