নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ ক্যাম্প উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহয়োগীয় সামাজিক সংগঠন কেকেএস আয়োজিত এ ফিজিওথেরাপী ক্যাম্পে কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের শতাধীক মানুষ বাত, শারীরিক ব্যাথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু থেরাপির মাধ্যমে সেবা গ্রহন করেন।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কোষাধক্ষ্য এ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম, কেকেএস’র সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজিদ।
এ সময় সংগঠনের কেকেএস’র এ্যাড. আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আশরাফুল হক সোহেল, আরিফ আমান ভূইয়া, কাজী গোলাম রাব্বানি রোমান, মোশাহেদা বেগম, মো. এমদাদুর রহমান, দুলাল মোড়ল, খোকন মিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের শিরিন আক্তার, সাইফুল্লাহ রুমান, পলাশ মিয়া, সোমা দাস, নাদিম হোসেন উপস্থিত ছিলেন।
পরে ক্যাম্পে যোগ দেওয়া রোগী, কালীগঞ্জ কল্যাণ সংস্থা সদস্য ও টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের সকলকে নিয়ে বাত, শারীরিক ব্যাথা ও প্যারালাইসিস নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।