নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাপায় মো. নুরুল ইসলাম নুরু (৪২) নামের ব্যাটারী চালিত এক অটোরিক্সা চালক ও মোকারম হোসেন (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
নিহত রিক্সা চালক নুরুল ইসলাম কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের তরব আলী খন্দকারের ছেলে। তিনি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। অপরদিকে নিহত রিক্সার যাত্রী মোকারম উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘোড়াশালগামী ব্যাটারী চালিত একটি অটোরিক্সা কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকার নির্জনস্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে টঙ্গীগামী অজ্ঞাত একটি গাড়ী তাদের চাপা দিয়ে দ্রæতস্থান ত্যাগ করে। পরে ওই সড়কে চলাচলকারী টঙ্গীগামী একটি প্রাইভেটকার বাঘারপাড়া স্ট্যান্ডে স্থানীয়দের অবগত করেন। তখন স্থানীয়রা গিয়ে রিক্সার চালক ও যাত্রী দু’জকেই মৃত অবস্থায় দেখতে পান। পরে ৯৯৯ পুলিশকে ফোন দিলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুজনের মরদেহ দাফনের জন্য হস্থান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে সড়ক আইনে নিয়মিত মামলা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।