নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য স্থানীয় অর্থনীতি সক্রিয়করণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন আইসিভিজিডি ২য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইসিভিজিডি ২য় পর্যায়) প্রকল্প পরিচালক এস.এম আরশাদ ইমাম ও একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবর রহমান।
কর্মশালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, আইসিভিজিডি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুল হক মামুন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, আইসিভিজিডি উপকারভোগীসহ ৩০ জন এতে অংশগ্রহণ করেন।
জানা যায়, সহযোগী এনজিও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ৬টি মডিউলের উপর ১ হাজার ৪৬৫ জন উপকারভোগীকে ৮ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করা করা হয়েছে। পাশাপাশি ওই উপকারভোগীদের প্রত্যেককে ব্যবসা পরিচালনার জন্য এককালীন ২০ হাজার টাকা ও প্রশিক্ষণ ভাতাসহ মোট ২১ হাজার ৬০০ টাকা জিটুপি পদ্ধতিতে প্রকল্প থেকে সরাসরি প্রেরণ করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট তাপসীর বিচারের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।