নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মুজিববর্ষ উপলক্ষ্যে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিতে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজার ৩৪০ পরিবারকে জমি ও ঘর দিচ্ছে সরকার।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার এই প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে ৪৫টি গৃহহীন পরিবার।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘর ও জমির দলিলপত্র অসহায় ও হতদরিদ্র ৪৫টি পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘর ও জমির বন্দোবস্ত কাগজপত্র অসহায়দের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধূরী, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার জানান, দ্বিতীয় পর্যায় যাদের জমি নেই ঘর নেই এমন অসহায় ৪৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমির বন্দোবস্ত কাগজপত্র হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, প্রথম পর্যায় এ উপজেলায় কোন অসহায় গৃহহীন পরিবারের মধ্যে ঘর ও দলিলপত্র হস্তান্তর করা সম্ভব হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার বক্তারপুর, ব্রাহ্মনগাঁও, পুনসহি ও সোমবাজার এলাকার আশ্রয়ণ প্রকল্প স্থানে দ্বিতীয় পর্যায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল অসহায় ৪৫টি পরিবার। তিনি আরো বলেন, দ্বিতীয় পর্যায় প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।