কালীগঞ্জে অস্বচ্ছল ৮৪টি পরিবার পেল নগদ অর্থ
ঈদ মানে আনন্দ, এই আনন্দ পূর্ণতা পায় তখনই যখন তা ভাগ করে নেওয়া হয় তাদের সঙ্গে, যাদের ঘরে হয়তো উৎসবের আলো পৌঁছে না। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে এবার এমনই একটি হৃদয়স্পর্শী আয়োজন দেখিয়েছে দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ। গ্রামের সুবিধাবঞ্চিত, অসহায় ৮৪টি পরিবারের ঘরে শনিবার (২৯ মার্চ) দুপুরে নগদ ১,৫০০ টাকা করে পৌঁছে দিয়েছেন সংঘের তরুণ স্বেচ্ছাসেবীরা। এটি শুধু ঈদ উপহার ছিল না; বরং ছিল এক নিবিড় ভালোবাসা ও মানবিকতার অসাধারণ উদাহরণ।
দক্ষিণবাগ গ্রামের এই আয়োজনের বার্তা ছড়িয়ে গেছে পুরো অঞ্চলে। বিদেশ-বিভুঁইয়ে থেকেও গ্রামের প্রতি গভীর টান ও দায়বদ্ধতার কারণে প্রবাসী তরুণরা গড়ে তুলেছেন এই সংগঠন। তারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেখিয়েছেন, সামান্য চেষ্টা দিয়েও সমাজে অসাধারণ পরিবর্তন আনা যায়। সংঘের সদস্যদের ভাষায়, “আমরা চাইনি ঈদের দিনে কেউ খালি হাতে থাকুক। এটা আমাদের গ্রামের প্রতি ভালোবাসারই প্রকাশ।”
তরুণদের এই মানবিক কার্যক্রম থেকে বড় ধরনের সামাজিক আন্দোলনের বার্তা পাওয়া যায়। তাদের দেখানো পথে হাঁটলে বাংলাদেশের প্রতিটি গ্রামেই এমন ভালোবাসার বন্ধন তৈরি হতে পারে। এর জন্য বড় পুঁজি, প্রশাসনিক সহায়তা বা সরকারি অনুদানের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। দরকার শুধু আন্তরিকতা, মানবিক মূল্যবোধ, আর কিছু মানুষের একত্রিত ছোট ছোট প্রয়াস।
যারা এই উদ্যোগ নিয়েছেন, তারা শুধু টাকা বিতরণ করেননি; বরং দিয়েছেন পাশে থাকার আশ্বাস। এটি ছিল নিছক আর্থিক সাহায্য নয়, বরং আত্মিক সংযোগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রবাসে থাকলেও গ্রামের মানুষদের মুখে হাসি ফোটানোর দায়িত্ববোধ থেকে এই তরুণরা একটি অসাধারণ উদাহরণ তৈরি করেছেন। তাদের কাজ দেশের আরও বহু তরুণকে উৎসাহিত করবে—এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।
এই আয়োজনের মাধ্যমে বোঝা যায়, প্রকৃত উৎসব আসলে ভালোবাসার বিনিময়ে, সহমর্মিতার বন্ধনে, একে অপরের পাশে থাকার মধ্য দিয়েই পূর্ণতা পায়। দক্ষিণবাগ গ্রামের প্রবাসী যুব উন্নয়ন সংঘ সারা দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অনুসরণ করলে হাজারও মানুষের জীবন বদলে যেতে পারে। যেখানে মানুষের প্রতি ভালোবাসা থাকবে, সেখানেই সত্যিকারের উৎসব—এই বার্তাই তারা পৌঁছে দিয়েছেন সবার হৃদয়ে।
আপনার গ্রামেও কি এমন সুন্দর আয়োজনের স্বপ্ন দেখছেন? তাহলে আর দেরি নয়, আজ থেকেই শুরু হোক সেই মানবিক যাত্রা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।