জুমবাংলা ডেস্ক: সারাদেশে আইএফআইসি ব্যাংকের সবচেয়ে বেশি শাখা-উপশাখা মাইলফলক হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে।
গাজীপুরের কালীগঞ্জে আইএফআইসি ব্যাংকের উপশাখায় মধুমাস উৎসব পালিত হয়েছে। সোমবার (১৯ জুন) দিনব্যাপী স্থানীয় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে উৎসব পালন করা হয়।
আইএফআইসি ব্যাংক ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক শেফায়েতুল ইসলাম জানান, আইএফআইসি ব্যাংক ১৭৭০টিরও বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের প্রতিটি জেলা-উপজেলার পাড়া-মহল্লায় গ্রাম-গঞ্জে প্রতিবেশী হয়ে আছে। এছাড়া সব উপশাখাতেই নিশ্চিত করেছে ওয়ান স্টপ সার্ভিস।
কালীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক নিলয় মন্ডল জানান, সুদক্ষ কর্মীবাহিনী, উন্নত প্রযুক্তি, সবার জন্য সবরকম ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য সেবা নিয়ে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে আইএফআইসি ব্যাংক। প্রতি বছরের মতো এবছরও গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে দেশি বিভিন্ন ফল দিয়ে মধু উৎসবের আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।