নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুর উদ্যোগে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী পৌরসভার ৮নং ওয়ার্ডে ঘোনাপড়া এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে এলাকার যুবক-তরুণ ও গন্যমান্য ব্যক্তিবৃন্দ অংশ নেন।
এছাড়াও আওয়ামী লীগ নেতা শফিউল কাদের নান্নুর সৌজন্যে ওই এলাকায় ২০ ডাস্টবিন দেওয়া হয়েছে।
শফিউল কাদের নান্নু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপির নির্দেশে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও ডাস্টবিন স্থাপন করি।
তিনি আরো বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া বর্তমানে দেশে করোনা ভাইরাস দেখা দিয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে এ ভাইরাস থেকে পরিত্রান পাওয়া যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel