কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ঈদকে সামনে রেখে প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় বিকাশ, নগদ, রকেটসহ সকল ধরনের মোবাইল ব্যাংকিং সেবা ও জুয়েলারী ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোবাবার (০৪ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানা কম্পাউন্ডে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জে থানা পুলিশের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন। এ সময় থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আপনারা কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি)ছাড়া লেনদেন করবেন না। এনআইডি দিয়ে লেনদেন করলে যদি কোন প্রকার প্রতারনা হয় তাহলে পুলিশ খুব সহজেই প্রতারকদের সনাক্ত করতে পারবে। পুলিশের এই অনুরোধ আপনারা সবাই রাখবেন। তবে এর বাহিরে যদি কেউ কাজ করেন আর কোন প্রকার প্রতারনা হয় তাহলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।