নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাস নিয়ে গুজব প্রতিরোধে থানা পুলিশের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেল শেখ পিপিএম, মো. আমিনুল ইসলাম, নন্দিতা মালাকার, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরণ, মো. আবুবকর মিয়া বাক্কু, ইন্সপেক্টর (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সরোয়ার প্রমুখ।
সভায় বক্তরা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং এটা নিয়ে যেন কেউ গুজব ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে জনপ্রতিনিধিদের অনুরোধ করেন।
এ সময় কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে ‘‘ করোনা ভাইরাস সংক্রমন থেকে নিরাপদে থাকতে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন’’ শ্লোগানে থানা প্রাঙ্গণে হাত ওয়াসের ব্যবস্থা করা হয়। যেখানে সবাই হাত প্রবেশ করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel