নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মত বিনিময় করেছেন নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় করেন ইউএনও।
এ সময় তিনি কালীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এবং সার্বিক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান ইউএনও তনিমা আফ্রাদ। একই সাথে কালীগঞ্জ উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ, বাজার মনিটরিং, যানজট, মাদক, বাল্য বিবাহ, কিশোার অপরাধ সহ নানা সমস্যা নিয়ে কথা বলেন গণমাধ্যমাকর্মীরা।
মত বিনিময় সভায় ইউএনও ছাড়াও ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যন্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও এস.এম ইমাম রাজী টুলুকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়। তনিমা আফ্রাদ ইউএনও হিসেবে এস.এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।