নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের শফিকুল মোল্লা পারিবারিক ঝামেলার কারণে স্ত্রী সুমা আক্তার (২৫) ও দুই সন্তান নিয়ে পিতা মাতা থেকে আলাদা বসবাস করছিল। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী সন্তানদের ঘুমে রেখে শফিকুল বিলে মাছ ধরছে যায়।
ফজরের আযানের পর ঘরে এসে শফিকুল তার স্ত্রী সুমা আক্তারকে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। নিহত সুমার সাড়ে তিন বছর বয়সী এক পুত্র ও চার মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে পুলিশ নিহত সুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান জানান, সুমা আক্তার নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের দাবি স্বামী শফিকুল রাতে মাছ ধরতে গেলে সুমা গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।