নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি-টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালী, সচেতনতা বৃদ্ধি সভা, দূর্যোগ মহড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগে প্রস্তুতি নেওয়া যায় তার মহড়া করে দেখান ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম আহমেদ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, হাসপাতালে উপ-স্বাস্থ্য সহকারী মো. মোতালেব হোসেন, পিআইও অফিসের হাবীবুর রহমান, আব্দুল বাছেদ. মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন।
এর আগে দিবসটির তাৎপর্য নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে শিশুমেলা আইডিয়াল স্কুলে শিশুদের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel